ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

গাজীপুরে সাফারি পার্কের অভয় অরণ্যে পাখিদের কলরবে মুখরিত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক যেন ধু ধু সবুজ বন। মানুষের তেমন কোলাহল নেই। শুধু পাখিদের কলরব। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসে নাম না জানা পাখির অভয় অরণ্যে মিষ্টি কণ্ঠ, ঝিঝি পোকার ঝিম ধরানো শব্দে মুখরিত। এ গাছ থেকে ওগাছে উড়ে বেড়াচ্ছে পানকৌড়ি, আবাবিল, সাদা খঞ্জনা, ইন্ডিয়ান পন্ড হিরণ, চাইনিজ পন্ড হিরণ, ভাতশালিক, কাঠশালিক, ঝুটশালিক, টিয়া, ঘুঘু, বক, চার প্রজাতির মাছরাঙা, নীলকণ্ঠী, হট্টিটি, হরিয়াল, মুনিয়াসহ দেশীয় হরেক রকম পাখি। এ এক ভিন্ন আবহ।সরেজমিনে ঘুরে জানা গেছে, সরকারিভাবে গড়ে ওঠা পার্কটি বেশ কয়েক বছরেই দেশের মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। হাজারো উদ্ভিদ ও দেশি-বিদেশি প্রাণীদের মেলবন্ধনের পাশাপাশি এখানে গড়ে উঠেছে পাখি কলোনি। নিরাপদ পরিবেশ তৈরি, প্রাকৃতিকভাবে আহারের যোগান ও গাছে গাছে নিরাপদ প্রজনন ক্ষেত্র তৈরি করে দেওয়ায় পার্কটি পাখিদের এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।পার্কে সকাল ও বিকালে পাখির মেলা বসে। নানা জাতের রঙ-বেরঙের হাজারো পাখির মধ্যে শেষ বিকালে গাছের ডালে জায়গা দখলের এক প্রতিযোগিতা সৃষ্টি হয়। বেলা শেষে ভরপেটে তাদের চিৎকার-চেঁচামেচিতে পার্কটির পরিবেশ যেমন ভারী হয়ে যায়, তেমনি সকালেও তাদের কিচিরমিচিরে দিনের আলো শুরু হয়।বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, ‘পাখিদের জীবন ও জীবিকার উপযোগী পরিবেশ তৈরি করে দেওয়ায় এখানে পাখিরা আসছে। পার্কের কুমির বেস্টনী ঘিরে তৈরি হয়েছে পাখি কলোনি। প্রাকৃতিকভাবে খাবারের ব্যবস্থার জন্য পার্কের বিভিন্ন লেকে মাছ ছেড়ে দেওয়া হয়েছে। সাথে রোপণ করা হয়েছে তাদের খাবারের উপযোগী বৃক্ষ। মূলত নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তারা আসছে।’গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ.ন.ম আমিনুর রহমান বলেন, ‘মানুষ ও প্রকৃতি একে-অন্যের পরিপূরক। প্রকৃতির অলঙ্কার বলা হয় ফুল, প্রজাপতি ও পাখিকে। কিন্তু আমাদের বেঁচে থাকার প্রয়োজনেই ব্যাপকভাবে পাখিদের আবাসভূমি গড়ে তুলতে হবে। প্রকৃতির সৌন্দর্যও বাড়াতে হবে। তাদের টিকিয়ে রাখতে সবার আগে বেঁচে থাকার নিরাপত্তার দিকে নজর দিতে হবে। সাফারি পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে মূলত নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তারা আসছে। পাখি কলোনি তৈরি হয়েছে। এটা শুভ সংবাদ। এখানে বিনোদন প্রেমীদের পাখি দর্শনেরও সুযোগ তৈরি হয়েছে।তিনি আরও বলেন, ‘আমাদের দেশে এখন পাখি নিয়ে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। একটি পাখির দিকে তাকালে যে কারো মন পুলকিত হয়ে ওঠে। গবেষকদের দাবি, এটাতে মানসিক স্বাস্থ্যকর দিকও জড়িত রয়েছে।’ সাফারি পার্কে পাখি কলোনী দর্শনার্থীদের আলাদা বিনোদন জোগাবে বলে তিনি মনে করেন। 

ads

Our Facebook Page